Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কিভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেনঃ

১। মৎস্য ও বিষয়ভিত্তিক  বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ

    ●অফিসে এসে নাম ঠিকানা দিন অথবা নিম্নে বর্ণিত নম্বরে যোগাযোগ করুন বা মেইল করুন।

২। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন

    ●তাৎক্ষণিক মোবাইল কোর্ট বা অভিযান। জাটকা সংরক্ষণ, মা ইলিশ সংরক্ষণ, ফরমালিন, অবৈধ জাল, বিষ প্রয়োগে মাছ ধরাসহ মৎস্য বিষয়ক যে কোন অবৈধ কর্মকাণ্ড দেখলে নিম্নে বর্ণিত নম্বরে যোগাযোগ করুন বা মেইল করুন।

৩। পোনা অবমুক্তি 

    ●উপজেলা জলাভূমি নির্বাচন ও পোনা অবমুক্তকরণ কমিটির বাছাইকৃত সরকারি/প্রাতিষ্ঠানিক/সামাজিক/সমিতির পুকুরে রাজস্ব বাজেটের আওতায় বছরে একবার অবমুক্ত করা হয়। 

৪। মৎস্য প্রদর্শনী খামার স্থাপন 

    ●যে পুকুর জনসম্মুখে সহজে চোখে পড়ে, মাছচাষে আগ্রহ আছে, আশেপাশে অারও অসংখ্য পুকুর আছে এমন পুকুরকে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদর্শনীর জন্য বাছাই করেন, যাতে আশেপাশের চাষী মাছচাষ হাতে কলমে শিখতে পারে।

৫। মৎস্য আবাসস্থল উন্নয়ন 

    ●উপজেলা ক্রীক নির্বাচন কমিটি কর্তৃক বাছাইকৃত ও ডিপিপিতে অনুমোদিত ক্রীক/গোঁদার মাধ্যমে আবাসস্থল উন্নয়ন করা হয়। বিশেষ করে অনুমোদিত প্রকল্প কর্তৃক এসব কাজ বাস্তবায়িত হয়।

৬। বিল নার্সারি কার্যক্রম 

    ●কমিটি কর্তৃক বাছাইকৃত স্থানে বা বিলে

৭। নার্সারি পুকুর উন্নয়ন 

    ●উপজেলা ক্রীক নির্বাচন কমিটি কর্তৃক বাছাইকৃত ও ডিপিপিতে অনুমোদিত স্থানে নার্সারি পুকুরের মাধ্যমে  আবাসস্থল উন্নয়ন করা হয়। বিশেষ করে অনুমোদিত প্রকল্প কর্তৃক এসব কাজ বাস্তবায়িত হয়।

৮। দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি

    ●কমিটি কর্তৃক অনুমোদিত নিবন্ধিত জেলেদের জন্য প্রযোজ্য

৯। মৎস্য খাদ্য বিক্রেতা ও উৎপাদকারীর লাইসেন্স প্রদান

    ●আবেদনের সকল শর্তপূরণ করে সরাসরি উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর আবেদন করবেন।

১০। মৎস্য বিষয়ক পরামর্শ প্রদান

    ●যে কেউ ফোনে, অফিসে বা মাঠে ফ্রিতে নিতে পারে।

১১। মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম 

    ●কমিটি কর্তৃক বাছাইকৃত যে কোন বৈধ মৎস্য চাষি 

১২। মৎস্য সংশ্লিষ্ট উদ্বুদ্ধকরণ ও সচেতনতা সভা

    ●জনবহুল স্থানে বিশেষ বিষয়ে বিশেষ সময়ে

১৪। মৎস্য হ্যাচারি নিন্ধবন ও নবায়ন

    ●সকল শর্তপূরণ সাপেক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়।


প্রয়োজনে সিটিজেন চার্টার দেখুন। 

যোগাযোগ করুন- ০১৮৮২৮০৮৭২৭, ০১৮৫৬৬৭৭৪৭৯